বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও দুই মামলায় জামিন পেয়েছেন। সব মিলে আটটি মামলায় জামিন পেলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ রোববার (২১ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেন তার এ জামিন আবেদন মঞ্জুর করেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন বলেন, আমীর খসরুর বিরুদ্ধে ১০টি মামলা দায়ের হয়েছিল। আজ (রোববার) পল্টন ও রমনা থানার দুটি মামলায় তার জামিন মঞ্জুর করেছেন আদালত। অন্য দুটি মামলায় আগামী বুধবার অধিকতর জামিন শুনানির জন্য দিন ঠিক করেছেন আদালত।
এর আগে বৃহস্পতিবার পৃথক চার মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। বুধবার দুটি মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।